Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শবে বরাতের ছুটি ৩০ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১৭:৫১ | আপডেট: ২৩ মার্চ ২০২১ ২১:০২

ঢাকা: পবিত্র শবে বরাতের ছুটি আগামী ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করছে সরকার। মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে শবে বরাতের ছুটি পূর্ণনির্ধারণের ঘোষণা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পূর্ণনির্ধারণ করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ মার্চ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভায় বিভিন্ন তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে ২৯ মার্চ দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ৩০ মার্চ করা হচ্ছে।

সারাবাংলা/জিএস/এমআই

ছুটি টপ নিউজ শবে বরাত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর