Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে বাসচাপায় সোনালী ব্যাংক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১১:৪৪

নাটোর: দিঘাপতিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়াইগ্রাম সোনালী ব্যাংকের কর্মকর্তা ও শিব দুর্গা গ্রামের মোহাম্মদ নাজির আলীর ছেলে আব্দুর রাজ্জাক অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় ওয়াই মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। বাসটিকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

নাটোর বাসচাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর