Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ২০:৪০

বরিশাল: ঋণ খেলাপির অভিযোগে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যাংকে ঋণ খেলাপি থাকায় কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কুশঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজনের প্রার্থীতা বৈধ হয়েছে।

এ বিষয়ে মো. আলমগীর সিকদার বলেন, ব্যাংকের ঋণের পুরো টাকা পরিশোধ করা হয়েছে। আশা করছি আপিলে প্রার্থীতা ফিরে পাবো।

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল নলছিটি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএসএ

নলছিটি নৌকার প্রার্থী মনোনয়নপত্র বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর