ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৩
১৯ মার্চ ২০২১ ১০:০১ | আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৬:২০
সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাইলাঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দারিয়ারপুর উত্তরপাড়ার আজাদের ছেলে রাশেদুল (২৬), একই গ্রামের আজগড় আলীর ছেলে সাকিব (১৭) ও শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে সিএনজিচালক আশিক (২০)।
ওসি শাহজাহান আলী জানান, রাত আড়াইটার দিকে শাহজাদপুরের হাইলাঘাটের গ্যাসপাম্প থেকে সিএনজিটি বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাছিল। অপরদিকে একটি ট্রাক বাঘাবাড়ির দিকে যাছিল। এ সময় ট্রাকটি নিয়্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয় থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাতেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও