বৃহস্পতিবার দেশে আসছে মওদুদের মরদেহ
১৭ মার্চ ২০২১ ১৯:২৩
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি সদস্য, বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশে আসছে। সন্ধ্যা পৌনে ৬টায় বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মরহুমের মরদেহ।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ সব তথ্য জানান।
তিনি জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে পৌঁছানোর পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হিমঘরে রাখা হবে।
পরদিন ১৯ মার্চ অনুমতি সাপেক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল ৯টায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সকল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর হেলিকপ্টারযোগে নোয়াখালী নেওয়া হতে পারে মওদুদের মরদেহ। নোয়াখালীর বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক করব স্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মদুদ আহমদ। তিনি কিডনি ও ফুসফুস সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত ১ ফেব্রুয়ারি তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
সারাবাংলা/এজেড/একে