মোজাম্বিকে শিশু হত্যা করছে আইএস: সেভ দ্য চিলড্রেন
১৬ মার্চ ২০২১ ১৭:১১ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৮:৫৩
শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাবো দেলগাদোতে শিশুদের গলা কেটে হত্যা করছে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেট (আইএস) ঘনিষ্ঠ সন্ত্রাসীরা। খবর বিবসি।
ভুক্তভোগী এক মায়ের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তিনি তার চার সন্তানকে নিয়ে জায়গায় লুকিয়ে ছিলাম। সেখানে জঙ্গিরা এসে তার ১২ বছর বয়সী ছেলের শিরশ্ছেদ করে, যা তাকে নিজের চোখে দেখতে হয়েছে।
২০১৭ সালে গ্যাস সমৃদ্ধ মোজাম্বিকের কাবো দেলগাদোতে ইসলামি জঙ্গি উত্থানের পর থেকে সেখানে আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং সাত লাখ মানুষ অন্যত্র পালিয়ে গেছে।
এ ব্যাপারে মোজাম্বিকে কর্মরত সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর চেন্স ব্রিগস জানিয়েছেন, পরিবারের কাছ থেকে শিশু হত্যার ঘটনা শুনে তাদের কর্মীরাও কান্না আটকে রাখতে পারেননি।
এদিকে জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেছেন, জঙ্গিদের কর্মকাণ্ড ভাষায় প্রকাশ করার মতো না।
সারাবাংলা/একেএম