নাম পাল্টে তথ্য মন্ত্রণালয় এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫ মার্চ ২০২১ ২১:৫৮ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ২২:০১
ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই মন্ত্রণালয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (Ministry of information and broadcasting) নামে পরিচিত হবে।
সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৫ (৬) ধারায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছেন।
এর আগে, এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় তথ্য মন্ত্রণালয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমতির জন্য তার কার্যালয়ে পাঠায়। অনুমতি পাওয়ার পর এবার পরিবর্তিত নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি প্রজ্ঞাপনটি গেজেট আকারেও প্রকাশ করা হয়।
গত ১ মার্চ সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এখন আবার সেই নামে ফিরে যেতে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যেসব কাজ করে থাকে, তাতে বর্তমান নামের প্রতিফলন না থাকায় এটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের সংক্রান্ত কার্যক্রম।
সারাবাংলা/জেআর/টিআর