করোনা: ভারতে রেকর্ড দৈনিক সংক্রমণ শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২১ ১৫:২৯
১৫ মার্চ ২০২১ ১৫:২৯
ভারতে ২০২১ সালের সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন। খবর বিবিসি।
এর মধ্যে, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেই অর্ধেক আক্রান্ত রয়েছে।
এ পর্যন্ত ভারতে এক কোটি দশ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার মানুষের।
এ ব্যাপারে ভারতের গণস্বাস্থ্য ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ড. শ্রীনাথ রেড্ডি বলেছেন, সংক্রমণ বাড়ার ঘটনায় তিনি মোটেই অবাক হননি। ভারতের মানুষ এখন আর আগেকার মতো স্বাস্থ্যবিধি মেনে চলছেন না বা মাস্ক ব্যবহার করছেন না।
সারাবাংলা/একেএম