Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে একমত রেজাউল-দোভাষ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ২২:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে যেকোনো প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের ঐক্যমত্যে পৌঁছেছেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। রেজাউল করিম বলেছেন, সিডিএ চাইলে প্রকল্প বাস্তবায়নের জন্য সমন্বয় করতে সিটি করপোরেশন প্রস্তুত। আর দোভাষ প্রস্তাব দিয়েছেন, উভয় প্রতিষ্ঠানের প্রকৌশলীদের নিয়ে একটি সমন্বয় কমিটি করার।

বিজ্ঞাপন

রোববার (১৪ মার্চ) সকালে নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে মেয়রের সঙ্গে বৈঠক করেন সিডিএ চেয়ারম্যান।

বৈঠকে মেয়র বলেন, “সিটি করপোরেশন ও সিডিএ’র কাজের সমন্বয় খুব জরুরি হয়ে পড়েছে। বর্ষায় পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে চসিক নগরীতে নালা-খাল পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে। দেখা যাচ্ছে, সিডিএ আবার একই কাজ করছে। এতে শুধু অর্থের অপচয় হচ্ছে তা নয়, ওভারলেপিংও হচ্ছে। সমন্বয়টা থাকলে এ ধরনের কাজ তো হবে না।”

মেয়র আরও বলেন, ‘চসিকের জনবল ও সরঞ্জাম আছে, কিন্তু সিডিএর সেটা নেই। আবার সিডিএর আর্থিক সক্ষমতা আছে, কিন্তু চসিকের ততটুকু নেই। সিডিএ চট্টগ্রাম নগরীতে ৩৬টি খাল পুনরুদ্ধারে মেগাপ্রকল্পের কাজ করে যাচ্ছে। সিডিএ চাইলে এই প্রকল্পসহ সকল কাজে আমরা সমন্বয়ের জন্য প্রস্তুত আছি।’

অন্যদিকে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘আমরাও মনে করি সমন্বয়ের কোনো বিকল্প নেই। আগামীতে সব কাজ যেন সমন্বয়ের মাধ্যমে হয় আমরা সেটা প্রত্যাশা করি। এজন্য সিটি করপোরেশন এবং সিডিএর প্রকৌশলীদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন জরুরি। এছাড়া প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবী নেতাদের সম্পৃক্ত করা উচিৎ।’

সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহাম্মেদ, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন সামস, জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়নাধীন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ শাহ আলী, অর্থ ও হিসাবরক্ষন কর্মকর্তা মোহাম্মদ নাজের, নগর পরিকল্পনাবিদ আব্দুলাহ আল ওমর, ভূসম্পদ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী সমন্বয় সিডিএ চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর