Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করতে চট্টগ্রামে কিশোর-কিশোরী, ভেস্তে দিল পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২১ ২২:৫২

চট্টগ্রাম ব্যুরো : ঢাকার ধামরাইয়ে ঘর থেকে পালিয়ে চট্টগ্রামে বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর-কিশোরী। তাদের সহযাত্রী হয়ে আসা আরও চার কিশোর-কিশোরীকেও থানায় নিয়ে গেছে পুলিশ। ফলে ভেস্তে গেয়ে তাদের বিয়ের পরিকল্পনা।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার (এসি) নোবেল চাকমা সারাবাংলার কাছে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে এসি নোবেল চাকমা বলেন, ‘যে মেয়ের বিয়ে তার বয়স ১২ বছর। ক্লাস ফাইভের ছাত্রী। ছেলের বয়স ১৫-১৬ বছর। পড়ালেখা করে না। তাদের সঙ্গে আসা দুই ছেলে ও দুই মেয়ে। তাদের মধ্যে তিনজনের বয়সই ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এক ছেলের বয়স একটু বেশি, ১৭-১৮ বছর। বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়।’

তিনি আরও বলেন, ‘তিনজনই প্রেমিক-প্রেমিকা। তারা বাড়ি থেকে পালিয়ে আজ (শুক্রবার) দুপুরে চট্টগ্রামে আসে। যে দু’জনের বিয়ে তাদের জন্য পোশাকও কেনা হয়। খবর পেয়ে আমরা রেলস্টেশন এলাকায় গিয়ে তাদের ধরে থানায় নিয়ে যাই। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। ওনারা থানায় আসছেন। তাদের হাতে তুলে দেওয়া হবে।’

আবেগের বশে কিশোর-কিশোরীরা এ ধরনের কর্মকাণ্ড করেছেন মন্তব্য করে পুলিশের এই সহকারি কমিশনার বলেন, ‘তাদের বয়স কম। চট্টগ্রামে তাদের কোনো আত্মীয়স্বজন, চেনা-পরিচিত লোকজনও নেই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারত। এই বয়সে বিয়েও আইনসিদ্ধ নয়। সেজন্য আমরা তাদের থানায় নিয়ে গেছি।’

সারাবাংলা/আরডি/এনএস

কিশোর-কিশোরী পালিয়ে বিয়ে পুলিশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর