Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোনের প্রেমিকের ছুরিকাঘাতে কিশোর খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২১ ১৭:৫১ | আপডেট: ১২ মার্চ ২০২১ ২৩:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরে বোনের প্রেমিকের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর হালিশহর থানার নিউ এল-ব্লকের দুই নম্বর সড়কের দুই নম্বর লেনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারি কমিশনার (এসি) শ্রীমা চাকমা।

নিহত ১৬ বছর বয়সী মো. কাউসার হালিশহর ছোটপুল এলাকার জহির কলোনির বাসিন্দা কামাল হোসেনের ছেলে। গ্রেফতার শহীদুল ইসলাম শহীদ (২০) একই এলাকার বাসিন্দা মোহাম্মদ লিটনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন সারাবাংলাকে বলেন, ‘কাউসারের ছোট বোনের সঙ্গে শহীদের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে শহীদের সঙ্গে ওই মেয়ে দেখা করতে যায়। খবর পেয়ে কাউসার ঘটনাস্থলে গিয়ে তাদের দেখতে পেয়ে রেগে যায়। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, প্রথমে কাউসার শহীদকে চড়-থাপ্পড় দেয়। এসময় তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে শহীদ পকেটে থাকা ছোরা বের করে কাউসারের বুকে আঘাত করে।’

আহত কাউসারকে প্রথমে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। প্রায় দেড়ঘণ্টা পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটার কক্ষে কাউসারের মৃত্যু হয় বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আল আমিন।

সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমা সারাবাংলাকে বলেন, ‘ছুরিকাঘাতের খবর পেয়েই আমরা ওই এলাকায় অভিযান শুরু করি। শহীদকে আমরা আটক করেছি। তবে এখন কাউসারের বোন দাবি করছে, শহীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। শহীদ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমরা তদন্তে জানা গেছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় এবং তারা দুই জন দেখা করতে গিয়েছিল।’

বিজ্ঞাপন

কাউসারের বাবা বাদি হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার শহীদকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শ্রীমা চাকমা।

সারাবাংলা/আরডি/এমও

কিশোর খুন টপ নিউজ প্রেমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর