Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই পা নেই, ভ্যান চালিয়ে চলছে রোকেয়ার সংসার

সোহেল রানা, লোকাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ১৭:৫৪

হিলি (দিনাজপুর): নারীরা সমাজের বোঝা নয় বরং কঠোর পরিশ্রম তাদেকে এগিয়ে নিয়ে যাচ্ছে সমাজের প্রতিটি স্তরে। হিলির বোয়ালদার গ্রামের রোকেয়া বেগম যেন তারই এক দৃষ্টান্ত। দুই পা হারিয়ে ভিক্ষাবৃত্তি নয় বরং ভ্যানের চাকায় চলছে তার সংসার। রোকেয়া কাছ থেকে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।

হিলি সীমান্ত থেকে ৪ কিলোমিটার পূর্বদিকে বোয়ালদাড় গ্রাম। সেখানেই বাস করেন রোকেয়া বেগম। স্বামীকে নিয়ে বেশ ভালোই চলছিল তার সুখের সংসার। কিন্তু হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে যায় রোকেয়ার। ট্রেন দুর্ঘটনায় দুটো পা হারান তিনি, সংসারে নেমে আসে সীমাহীন অভাব। আর অভাবের কারণে রোকেয়াকে রেখে সংসার ছেড়ে পালিয়ে যায় তার স্বামী। তবুও জীবন সংগ্রামে থেমে নেই রোকেয়া। সংসারের হাল ছাড়েনি তিনি। কষ্ট করে জমানো টাকায় দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান কেনেন। আর এই ভ্যান চালিয়েই সংসার চালাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

রোকেয়া বলেন, কয়েক বছর আগে ট্রেন দুর্ঘটনায় দুই পা আমার হারিয়েছি। এরপর আমাকে ফেলে রেখে স্বামী চলে যায়, সংসার দেখার মত কেউ ছিল না। অনেক কষ্ট নিয়ে কোনো রকমে সামন্য টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান কিনি। সেই ভ্যান চালিয়ে যে টাকা পাই, সেটা দিয়ে আমার সংসার চলে। আমি কারও কাছে ভিক্ষা চাই না বরং নিজের উপার্জনের টাকা দিয়ে আমি চলি।

তিনি আরও জানান, আমার কোনো জায়গা-জমি ছিল না। সরকার আমাকে জায়গা দিয়েছে, কিন্ত বাড়ি করার সামর্থ্য নেই। যা উপার্জন করি তা আমার খেতেই যায়। সরকারের কাছে অনুরোধ আমাকে যদি একটা বাড়ির ব্যবস্থা ও ভালো একটি ভ্যান দিত। তাহলে আমার জন্য অনেক ভালো হত।

এদিকে স্থানীয় কয়েকজন জানান, রোকেয়া পা কেটে যাবার পর সে অনেক কষ্ট করে দিন পার করে। তারপরও সে ভিক্ষা করে না। ভ্যান চালিয়ে সে নিজের সংসার চালায়। আসলে এটি আমাদের সমাজের জন্য নিশ্চয়ই একটি ভালো দিক। সমাজে এমনও মানুষ আছে সামন্য কিছুতেই ভিক্ষাবৃত্তির পথকে বেছে নেয়। তবে সেসব মানুষকে রোকেয়ার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।

বিজ্ঞাপন

জীবন চলার পথে থমকে যাবে না নারীরা, রোকেয়ার মত উঠে দাঁড়াবেন- আজকের নারী দিবসে এমনটাই প্রত্যাশা সবার।

সারাবাংলা/এসআর/এনএস

ব্যাটারি চালিত ভ্যান রোকেয়া বেগম সংসার হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর