Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা— প্রতারক হইতে সাবধান

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ১৮:৩৫ | আপডেট: ৪ মার্চ ২০২১ ২৩:৪৮

ঢাকা: অনুদান দেওয়ার নাম করে একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতে কর্মরত শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহ করেছে। পরে এই তথ্য ব্যবহার করে প্রতারণাও করছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সবাইকে সতর্ক করতে এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘প্রতারক হইতে সাবধান ‘

বৃহস্পতিবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমানের সই করা এই সর্তকতামূলক বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষা অর্থবছরে বিশেষ অনুদান খাতে অনলাইনে আবেদন গ্রহণের অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছে অসৎ উদ্দেশ্যে প্রতারক চক্র ভিন্ন ভিন্ন মোবাইল ফোনে জাতীয় পরিচয়পত্র, বিকাশ নম্বর ও গোপন পিন ইত্যাদি চাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে ফোনগুলো করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান বিষয়ে এর আগে কাউকে ফোন দেওয়া হয়নি এবং জাতীয় পরিচয়পত্র, বিকাশ নম্বর ও গোপন পিন সংক্রান্ত কোনো তথ্যও চাওয়া হয়নি— বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করেছে মন্ত্রণালয়। কেউ স্বেচ্ছায় প্রতারিত হলে এর দায় নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/টিএস/টিআর

শিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর