‘মশার বাম্পার ফলনে চাঙ্গা মশারির ব্যবসা’
৪ মার্চ ২০২১ ১০:২৬ | আপডেট: ৪ মার্চ ২০২১ ১৪:০৯
শীত শেষ না হতেই রাজধানীজুড়ে শুরু হয়েছে মশার উপদ্রব। মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। তাই ব্যক্তি উদ্যোগে অনেকে মশার কয়েল, ইলেকট্রিক ব্যাট আর মশারি ব্যবহার করে মশা থেকে পরিত্রাণের চেষ্টা করছেন। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে জানা গেছে, মশার উৎপাত বাড়ার সঙ্গে বেড়েছে মশারির ব্যবসাও। রাজধানির জিরো পয়েন্ট এলাকার পির ইয়ামেনি মার্কেটের নিচ তলায় মশারি কারখানা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ