Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘‘তথ্য মন্ত্রণালয়ের নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ই ছিল’’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ২০:১৫

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ই ছিল। পরে কোনো একসময় এটি পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সম্প্রচারের বিষয়টা এই মন্ত্রণালয়ই দেখে। তাই আগের নামে ফিরিয়ে নিতে প্রস্তাব করা হয়েছে।’

সোমবার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যেমন টেলিভিশনের সম্প্রচার, অন্যান্য মাধ্যমের সম্প্রচার, সমস্ত বিষয় এই মন্ত্রণালয়ের অধিভুক্ত। এখন যেমন তথ্য মন্ত্রণালয় আছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আছে, এতে করে নানা জটিলতা এমনকি চিটিপত্র উল্টাপাল্টা হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নাম পরিবর্তনের একটি প্রস্তাব করা হয়েছে। এখনো সিদ্ধান্ত হয়নি।’

আরও বলেন, ‘এই মন্ত্রণালয়ে এখন টেলিভিশন, রেডিও, অনলাইন, আইপিসহ সম্প্রচারের কাজ ব্যাপক। বঙ্গবন্ধুর সময় এই মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছিল এছাড়া ভারত, পাকিস্তানেও এই মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সকল কারণেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এটি মন্ত্রিসভায় পাশ হতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পেতে হবে, সর্বশেষ রাষ্ট্রপতিরও অনুমোদন লাগবে। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।’

উল্লেখ্য, তথ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সারাবাংলা/জেআর/এমআই

টপ নিউজ ড. হাছান মাহমুদ তথ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর