Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা হলের জন্য প্রয়োজনে হাজার কোটি টাকার তহবিল: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৮:৫৯ | আপডেট: ১ মার্চ ২০২১ ১৯:১৪

ঢাকা: চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ঘটাতেই এ খাতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ শিল্পে যুগান্তকারী উন্নয়নের লক্ষ্যেই প্রকৃতপক্ষে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি বিশেষ তহবিল গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে, তার নির্দেশই বিশেষ তহবিল গঠিত হয়েছে।

সোমবার (১ মার্চ) সচিবালয়ে সিনেমা হল নির্মাণ সংস্কারে ব্যাংকে ঋণ চালুর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন। সেখানে সিনেমা হল নির্মাণ-সংস্কারে সহজে ব্যাংক ঋণ চালু হওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষে প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

জানা যায়, বাংলাদেশ ব্যাংক আপাতত ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে যা প্রয়োজনে ১ হাজার কোটি টাকা বা তারও বেশি করা যাবে এবং সাধারণভাবে ৮ বছরে পরিশোধযোগ্য। এই ঋণ গ্রহণের ১ বছর পর থেকে শোধ করা শুরু হবে। এ তহবিল আসলে প্রণোদনা প্যাকেজ। তফসিলি ব্যাংকের মাধ্যমে এটি বিতরণ হবে। বাংলাদেশ ব্যাংক ১.৫ শতাংশ সুদে অর্থটা তফসিলভুক্ত ব্যাংকগুলোকে দেবে। ব্যাংকগুলো জেলা-উপজেলায় সেটি ৪.৫ শতাংশ আর ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ৫ শতাংশ সুদে ভোক্তাদের কাছে এই ঋণ বিতরণ করবে।’

ঋণ তারাই পাবে যারা সিনেমা হল সংস্কার করতে চায়, বন্ধ হয়ে গেছে এমন সিনেমা হল চালু করতে চায় অথবা নতুন সিনেমা হল বানাতে চায় এবং একইসঙ্গে কোনো মার্কেটের ভেতরে যদি কোনো সিনেপ্লেক্স, সিনেমা হল কেউ করতে চায় সেই ক্ষেত্রেও পাবে, জানান তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

অচিরেই দেশের চলচ্চিত্র জগতের বিশাল ইতিবাচক অগ্রযাত্রা সকলের দৃষ্টিগোচর হবে, আশা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/জেআর/একে

টপ নিউজ তথ্যমন্ত্রী তহবিল প্রণোদনা সিনেমা হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর