Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ পরিবেশমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:২১

ঢাকা: সরকারি প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, প্রকল্পের অর্থ দেশ ও জাতির উন্নয়নে ব্যয় করতে হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ভার্চুয়াল সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিবেশমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। এজন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অধিকতর গতিশীলতা আনতে হবে। যদি কোনো প্রকল্প বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যায়, তবে তার কারণ খুঁজে বের করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মোঃ মনিরুজ্জামান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ দফতর প্রধান ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা আলোচনায় অংশ নেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

অর্থ পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন মো. শাহাব উদ্দিন সরকারি প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর