বদলে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়ের নাম
২৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:০৬
ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
মন্ত্রি পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রশাসন ও চলচ্চিত্র শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গতি রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে একটা বড় অংশজুড়ে ইলেক্ট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের কার্যাবলি। এ কারণেই সম্প্রচার নামটি যুক্ত করা হচ্ছে। তিনি আরও জানান, এ প্রক্রিয়া চলমান।
জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর অনুমতি পেলে পরের প্রক্রিয়া শুরু করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হবে।
সারাবাংলা/জেআর/এএম