সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১০
মুন্সীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী মো. বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীরা বলেন, সাংবাদিক মো. বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই সংবাদ কর্মী না ফেরার দেশে চলে যান। মানববন্ধনে প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শেখ মো. শিমুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক দুই সভাপতি শহীদ ই হাসান তুহিন, রাসেল মাহমুদ, দৈনিক সবুজ নিশানের সম্পাদক আবু সাঈদ সোহান প্রমুখ।
সারাবাংলা/এএম