Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাষ্ট্রে ১৮৬ স্কুলশিক্ষার্থী করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১১

ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় একটি বোর্ডিং স্কুলের ১৮৬ জন শিক্ষার্থী এবং চার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছে। তারপর স্কুলটিকে করোনা সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করেছে রাজ্য কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।

দুই সপ্তাহ আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে দুটি স্কুলের ১৮৯ শিক্ষার্থী এবং ৭০ শিক্ষক করোনায় আক্রান্ত হন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীরা অধিকাংশই রাজ্যর অমরাবতী ও ইভাতমাল জেলার। আর এই দুই জেলায় সম্প্রতি করোনারা নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রে মোট আট হাজার ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চার মাসের মধ্যে রাজ্যে করোনা শনাক্তের হার বুধবারই সবচেয়ে বেশি। একই সময়ে করোনায় মহারাষ্ট্রে ৮০ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২১ হাজার ১১৯। আর মৃত্যু হয়েছে ৫১ হাজার ৯৩৭ জনের।

এদিকে ওই স্কুলের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর করোনা টেস্ট করা হয়েছিল। তারপরও এতজন কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অন্যদিকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ওয়াসিম জেলার একটি মন্দিরে শিবসেনার মন্ত্রী সঞ্জয় রাথোড়ের আগমন উপলক্ষে করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বিপুল মানুষের সমাগম ঘটে। ওই জমায়েতে এক নারীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলো।

এ ব্যাপারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, যারা স্বাস্থ্যবিধি ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, আইন সবার জন্য সমান। করোনার প্রকোপের কারণে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ভারতের রাজ্যগুলোয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। ৮ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় স্কুল খোলার পর দুটি সরকারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরা করোনায় আক্রান্ত হয়েছেন। শিক্ষার্থী-শিক্ষকরা করোনায় আক্রান্ত হওয়ার পরই স্কুল দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস মহারাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর