মাদকাসক্ত বড় ভাইকে গরম পানি ঢেলে হত্যা ২ ভাইয়ের!
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৪
ঢাকা: রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বড় ভাইকে পেটানোর পর হাত-পা বেঁধে শরীরে গরম পানি ঢেলে হত্যা করেছে ছোট দুই ভাই। নিহত ওই বড় ভাইয়ের নাম সৈয়দ আব্দুল্লাহ আলা (৪২)। তার ছোট দুই ভাই মুসা এবং মিঠু।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিকালের দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার (ওসি তদন্ত) আবু সাঈদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাবার নাম সৈয়দ আবদুস সালাম। তিন সন্তানকে নিয়ে দক্ষিণ বাড্ডা এলাকায় থাকেন তিনি।
ওসি আরও জানান, নিহত আলা মাদকাসক্ত ছিলেন। আজ সকালে মাদকের টাকার জন্য সে তার বাবাকে মারধর করে। বাবাকে মারধরের কারণে ছোট দুই ভাই আলাকে পেটায়। এক পর্যায়ে রশি দিয়ে হাত-পা বেঁধে গায়ে গরম পানি ঢেলে দেয় তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় আলা।
এ ঘটনায় মুসা ও মিঠুকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/পিটিএম