Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়জনের জন্য রাইড রিকোয়েস্ট দিবেন যেভাবে

সারাবাংলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৩

কিছুদিন ধরেই বাবার শরীরটা ভালোনা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর এদিকে অফিসের কাজে আটকে আছেন আপনি। বাবাকে হাসপাতালে নিয়ে যাবেন সে সময়টুকুও পাচ্ছেন না। এমন কিছু পরিস্থিতিতে আমরা প্রায়ই বুঝে ওঠতে পারি না, কীভাবে দুইদিক সামাল দেবো। এমন সমস্যার খুব সহজ সমাধান দিচ্ছে রাইড শেয়ারিং সার্ভিস-উবার। সরাসরি না গিয়েও প্রিয়জনকে উবারের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন গন্তব্যে।

অন্যের জন্য যেভাবে রাইড বুক করবেন:

বিজ্ঞাপন
  • অ্যাপ ওপেন করার পর ‘হোয়্যার টু?’ অপশনে ক্লিক করতে হবে
  • অ্যাড্রেস বক্সের উপর ‘ফর মি’ নামে একটি স্ক্রল-ডাউন অপশন আছে। সেখানে ‘চুজ হু ইজ রাইডিং’ অপশনটি সিলেক্ট করুন। যার জন্য রাইডটি রিকোয়েস্ট করছেন তার মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিন। অথবা যদি যাত্রীর এসব তথ্য আপনার কন্টাক্ট লিস্টে থাকে তাহলে সেখান থেকে সিলেক্ট করুন।
  • এখন ‘পিকআপ’ বক্সে ক্লিক করে যাত্রীর ‘পিকআপ’ লোকেশন সিলেক্ট করুন
  • এরপর ‘ড্রপ অফ’ বক্সে গন্তব্যস্থল সিলেক্ট করে রাইড রিকোয়েস্ট করুন

চালকের মোবাইল নম্বর, গাড়ির মডেল ও নম্বর এবং চালক কতক্ষণ পর পৌঁছাবে এসব গুরুত্বপূর্ণ তথ্য ম্যাসেজের মাধ্যমে যার জন্য রাইড বুক করা হবে তাকে জানিয়ে দেওয়া হবে। এর ফলে যাত্রী সরাসরি চালকের সাথে যোগাযোগ করতে পারবেন। এদিকে ম্যাপেও আপনি সবসময় দেখতে পাবেন রাইডটি কোথায় আছে। এর ফলে আপনি প্রিয়জনকে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন।

সারাবাংলা/এসএসএস

উবার প্রিয়জনের জন্য রাইড রিকুয়েস্ট রাইড রিকোয়েস্ট

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর