Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল দুজনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৮

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত দুজন হলেন- সেনোয়ারা বেগম (১৯) ও রিনা আক্তার (২২)। এদের মধ্যে সেনোয়ারা কক্সবাজারের রামু উপজেলা ও রিনা চকরিয়া উপজেলার বাসিন্দা।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের দোহাজারি থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আদম আলী জানান, সকাল ৯ টার দিকে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। মার্সা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। বিপরীতমুখী ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য পাথর নিয়ে যাচ্ছিল। বাসটি ট্রাককে অতিক্রমের সময় বাসের পেছনের দিকে ধাক্কা লাগে। এতে বাসের পেছনের আসনে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর