Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে হল খোলার দাবিতে বিক্ষোভ

পল্লব সিয়াম
২১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৬

ইবি: ক্যাম্পাস এবং আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষাভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস খুলে দাও’, ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস খোলা চাই’ স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভিসির বাসভবনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বলেন, বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো খুলে দেওয়া হোক। অনতিবিলম্বে আমাদের এই দাবি যদি মানা না হয়, তবে আমরা আমাদের নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে লাগাতার আন্দোলন শুরু করব।’

সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএম

ইবি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর