Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী র‌্যালি কমিটির সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩০

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী র‌্যালি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়।

সভাপতিত্ব করেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল।

সভায় উপস্থিত ছিলেন- কাজী আবুল বাসার (সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি), নবী উল্লা নবী (সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি), মুন্সি বজলুল বাসিত আঞ্জু (সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি) সাইফুল আলম নিরব (সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি), সুলতান সালাউদ্দিন টুকু (সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি), মামুন হাসান (সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি), হাবিবুর রশিদ হাবিব (এক নম্বর যুগ্মসাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মোস্তাফিজুর রহমান (ভারপ্রাপ্ত সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি), আনোয়ার হোসেন (শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সভাপতি), হাফেজ মওলানা শাহ নেসারুল হক (আহবায়ক ওলামা দল) কেন্দ্রীয় কমিটি।

সারাবাংলা/এজেড/এমআই

কমিটি র‌্যালি সুবর্ণজয়ন্তী স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর