কেরানীগঞ্জে তিনতলা ভবন ধস, আহতাবস্থায় উদ্ধার ৭
সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৬
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৬
ঢাকা: কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন ধসে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, মধ্য চরাইল এলাকায় ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভেতরে আরও বেশ কয়েকজন আটকে আছে বলে জানিয়েছেন আহতরা।
সারাবাংলা/ইউজে/এসএসএ