যেকোনো মূল্যে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হবে: পরিবেশমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৫
ঢাকা: দেশের পরিবেশের সুরক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, এজন্য দেশের পরিবেশের উন্নয়নে সরকার সম্ভাব্য সব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবে। যেকোনো মূল্যেই দেশের পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, জাতীয় পরিবেশ নীতি ২০১৮-তে আগের নীতিমালার ১৫টি বিষয় ছাড়াও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পাহাড়, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণ এবং জীবনিরাপত্তা, প্রতিবেশবান্ধব পর্যটন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা প্রস্তুতি, দুর্যোগ ব্যবস্থাপনা, রাসায়নিক দ্রব্য ব্যবস্থাপনা, অন্যান্য দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব অর্থনৈতিক উন্নয়ন, টেকসই উৎপাদন অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় পরিবেশ নীতিতে চিহ্নিত বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবে।
মন্ত্রী সংবাদ সম্মেলনে কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো সাংবাদিকদের অবহিত করেন। তিনি এসময় কঠিন ও মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, হাসপাতাল বা ক্লিনিকে পরিবেশবান্ধব ইনসিনারেটর, ইটিপি ইত্যাদি স্থাপন করাতে নির্দেশনা দেওয়া হবে। পলিথিন, সিংগেল ইউজ প্লাস্টিক বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ছিদ্রযুক্ত ইট তৈরি এবং বিভিন্ন ধরনের ব্লক উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করা হবে। ব্লক ইট তৈরিতে শুল্ক কমানো বা সরকারি প্রণোদনার উদ্যোগ নিয়ে ব্লক ইটের ব্যবহার বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
পাহাড় ও প্রতিবেশ সংরক্ষণে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করার বিষয়ে মন্ত্রী জানান, অপরিহার্য জাতীয় স্বার্থে পাহাড় কাটা প্রয়োজন হলে বাধ্যতামূলকভাবে পরিবেশ অধিদফতরের কাছ থেকে ‘হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান’ অনুমোদন নিয়ে সে অনুযায়ী পাহাড় কাটতে হবে। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থাকে কঠোরভাবে তদারকি করতে হবে। পুকুর, ডোবা, খাল বিল, নদী ও কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার ভরাট বা এগুলোর শ্রেণি পরিবর্তন করার বিষয়টিকে নিরুৎসাহিত করা হবে বলেও জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআর/টিআর
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক খালিদ মাহমুদ চৌধুরী ডা. মো. এনামুর রহমান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবেশমন্ত্রী পরিবেশের সুরক্ষা পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মো. শাহাব উদ্দিন