Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪৭

বরিশাল: ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী আজাদ রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলা শহরের আরদ্দার পট্টি এলাকার হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে । আহত আজাদ রহমান আসন্ন পৌর নির্বাচনের ওই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী।

বিজ্ঞাপন

আহতের ভাগ্নে মেহেদি হাসান শাওন ও সুমন জানান, বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী আজাদ রহমান বাসার কাছাকাছি হরিসভা মোড়ে কয়েকজন কর্মীকে নিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণা শেষে মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথে পালবাড়ি মোড় এলাকা অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় আজাদ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মৃত ভেবে চলে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে আহত আজাদ রহমানের পরিবার জানায়, তার মাথায় জখম হয়েছে। তার দুই পা এবং এক হাতের রগ কেটে গেছে।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় বলেন, স্বজনরা উদ্ধার করে আজাদ রহমানকে থানায় নিয়ে আসেন। মৌখিক অভিযোগ শুনে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লিখিত অভিযোগে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

আওয়ামী লীগ নেতা কুপিয়ে আহত ঝালকাঠি বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর