Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেছোবাঘকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১১:০১

সুনামগঞ্জ: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে এ মেছোবাঘকে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালের দিকে কাবিলাখাই গ্রামের তারেক মিয়ার বাড়ির পিছনে মেছোবাঘটিকে দেখতে পায় এলাকাবাসী। বাঘটিকে দেখার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এরপর লাঠিসোঁটা দিয়ে মেছোবাঘটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করেন এলাকাবাসী।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন সারাবাংলাকে বলেন, মেছো বাঘ হত্যার কোনো খবর আমরা পাইনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএস
বিজ্ঞাপন

আরো