পক্ষাঘাতে অচল বৃদ্ধের প্রাণ কেড়ে নিলো আগুন
১৬ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বস্তিতে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বের হয়ে এলেও পক্ষাঘাতগ্রস্ত ওই বৃদ্ধকে বের করা যায়নি। পরে অঙ্গার অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে নগরীর ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় রেলবিট বস্তিতে এ অগ্নিকাণ্ড হয়েছে।
আগুনে পুড়ে মৃত মো. নওশার বয়স প্রায় ৮০ বছর বলে জানা গেছে।
নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৪টার দিকে রেলবিট বস্তিতে আগুন লাগার খবর আসে নিয়ন্ত্রণ কক্ষে। ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ সারাবাংলাকে বলেন, ‘আগুন ছড়িয়ে পড়ার পর বস্তি থেকে কয়েক শ মানুষ বের হয়ে আসেন। এসময় একজন মিসিং থাকার কথা আমাদের জানানো হয়। আগুন নেভানোর পর একজনের কঙ্কাল আমরা উদ্ধার করেছি।’
‘পরিবারেরর সদস্যরা জানিয়েছেন, তার নাম নওশা। বয়স ৮০। দীর্ঘদিন ধরে প্যারালাইজড। হাঁটাচলা করতে পারেন না। আগুন লাগার পর স্বজনরা বের হয়ে এলেও ওনাকে বের করা যায়নি।’
নিউটন আরও জানান, আগুনে বস্তির পাঁচটি সারিতে প্রায় ৫০টি কাঁচা ঘর পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
সারাবাংলা/আরডি/এমও