Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিলেন বুয়েট ভিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৫

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও তার স্ত্রী রিতা মজুমদার। এসময় বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খানসহ আরো অনেকেই।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে গণ ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেন তারা।

ভ্যাকসিন নেওয়ার পর ভিসি ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন পেয়েছি। এক্ষেত্রে আমরা অনেক সৌভাগ্যবান। সবাই ভ্যাকসিন গ্রহণ করলে দেশ করোনামুক্ত হবে। এই ভ্যাকসিন অক্সফোর্ডে পরীক্ষিত। কোনো সমস্যা হবে না।

ঢামেক হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে প্রতিদিন ভ্যাকসিন কর্যক্রম দেখভাল করেন প্রশাসনিক ব্লকের মেডিকেল অফিসার ডা. গোলাম রাব্বানী ও ডা. তাসমিনা পারভীন। তারা জানান, সকল নিয়ম অনুযায়ী এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এসএমএস যারা পেয়েছেন তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দুপুর দেড়টা পর্যন্ত পাঁচশোর বেশি পুরুষ-মহিলা করোনাভ্যাকসিন নিয়েছেন।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

করোনার ভ্যাকসিন বুয়েট ভিসি সস্ত্রীক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর