Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত শিশু, সেবাপ্রার্থী-পথচারীরা পেল ‘পুলিশের ভালোবাসা’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ভালোবাসা দিবসে গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে উৎসবে মেতেছিল নগর পুলিশ। এছাড়া সেবাপ্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে দূরত্ব ঘোচানোর ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) নগর পুলিশের উত্তর বিভাগ গরীব-ভাসমান শিশুদের সঙ্গে ভালোবাসা বিনিময়ের ব্যতিক্রমী আয়োজনটি করে। অভিজাত রেস্টুরেন্ট বারকোডে প্রায় ৪০০ শিশুকে আপ্যায়ন করা হয়, সঙ্গে ছিল গান-নাচও। পুলিশের এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিল ‘যাত্রী ছাউনি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও।

বিজ্ঞাপন

ভাসমান শিশুদের নিয়ে পরিচালিত বিন্দু পাঠশালা, প্রচেষ্টা স্কুল, আলহেরা ইসলামিক ইনস্টিটিউট, স্বপ্নের স্কুল, ছিন্নমূল কুরআন, নগরফুল, মিনহাজ উল কুরআন, অধিকার বঞ্চিত শিশুদের একাডেমি, আঁধারের আলো স্কুল নামে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক সারাবাংলাকে বলেন, ‘ভালোবাসা দিবস মানে শুধু সমাজের সুবিধাভোগী শ্রেণির দিন নয়। আমরা এই প্রথাটা ভেঙে দিতে চেয়েছি। সমাজের যারা সুবিধাবঞ্চিত তাদেরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। এই ম্যাসেজটাই আমরা দিতে চেয়েছি।’

এদিকে দিনভর গোলাপ আর চকলেট দিয়ে সেবাপ্রার্থীদের সঙ্গে ভালোবাসা বিনিময় করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। সেবাপ্রার্থীরাই শুধু নন, বাদ যাননি পথচারীরাও। নগরীর চারটি পয়েন্টে দাঁড়িয়ে পুলিশ পথচারীদের হাতে গোলাপ তুলে দিয়েছে। বিকেলে নগরীর আগ্রাবাদে জাম্বুরি পার্কে গিয়ে সমবেতদের মাঝেও ‍ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে পুলিশ, যার পুরোভাগের নেতৃত্বে ছিলেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

বিজ্ঞাপন

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘থানায় যত সেবাপ্রার্থী এসেছেন, সবাইকে ফুল আর চকলেট দেওয়া হয়েছে। উনাদের কাছে এই বার্তা আমরা দিয়েছি, মানুষ আর পুলিশ আলাদা কিছু নয়। আমরা মানুষের, মানুষ আমাদের। আমরা মানবিক পুলিশিংয়ের কথা বলি। মানুষের সঙ্গে দূরত্ব ঘোচানোর কথা বলি। বিভিন্ন দিবসকে কেন্দ্র করে এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলোই আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে দেবে বলে আমি মনে করি।’

বিকেলে নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্কে সমবেতদের মধ্য থেকে উত্যক্ত করার অভিযোগে সদ্য কৈশোর পার করা চারজনকে আটক করে পুলিশ। ওসি মহসীন বলেন, ‘ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কেউ যাতে বিশেষ করে নারীরা যাতে নিপীড়নের শিকার না হন, সেজন্য আমরা সতর্ক ছিলাম। উত্যক্তের অভিযোগ পাবার পর চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ পথচারী পুলিশের ভালোবাসা সুবিধাবঞ্চিত শিশু সেবাপ্রার্থী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর