Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ধরা পড়েছে বিরল প্রজাতির মেছোবাঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪০

নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলার কালডোয়ার পশ্চিমপাড়া গ্রামে একটি মেছোবাঘ ধরা পড়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) হোগলা রোডসংলগ্ন এটিএম শামছুর সিরাজ রিয়েল ফিশারি থেকে বাঘটিকে আটক করা হয়।

ফিশারির পাহারাদার মো. ভুট্টু মিয়ার ছেলে হৃদয় (১৮) বাঘটিকে আটক করে। বিলুপ্ত প্রজাতির এই মেছোবাঘ দেখার জন্য ভিড় করে স্থানীয় জনতা।

মেছোবাঘটি আপাতত স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে আলোচনা করে পরিচর্যার পর নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. তাওহীদুর রহমান, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামানসহ অন্যরা।

সারাবাংলা/এমও

মেছোবাঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর