Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৩ সালে চাঁদে যাবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৮

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ২০২৩ সালে চাঁদে রকেট পাঠাচ্ছে তুরস্ক। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তুরস্কের জাতীয় মহাকাশ কর্মসূচি এবং স্পেস এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন পরিকল্পনার কথা জানান এরদোয়ান। খবর ডয়চে ভেলে।

পাশাপাশি, ১০ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেন এরদোয়ান। এর মধ্যে চাঁদে রকেট পাঠানো ছাড়াও মহাকাশ বন্দর তৈরির মতো উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে তুরস্কের।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, তুর্কি প্রজাতন্ত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে তুরস্ক চাঁদে হাইব্রিড রকেট পাঠাবে।

মহাকাশে বন্দর গড়ে তুলতে চায় তুরস্ক। এরদোয়ানের চাওয়া, তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়। তিনি বলেছেন, তাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় আর্থিক অনটন চলছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং মেধা পাচার বন্ধ হবে।

তবে, মহাকাশ অভিযানে কত অর্থ খরচ হবে তা জানা যায়নি। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে এরদোয়ান স্পেসএক্সের প্রধান এলন মাস্কের সঙ্গে কথা বলেছেন। তুর্কি কোম্পানিগুলোকে মহাকাশ অভিযানে সহায়তার অনুরোধ জানিয়েছেন তিনি। স্পেসএক্সের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের উপগ্রহ টার্কস্যাট ৫এ মহাকাশে গেছে।

এরদোয়ান বলেছেন, তাদের পা থাকবে মাটিতে, চোখ আকাশে। তাদের শিকড় থাকবে পৃথিবীতে, কিন্তু তাদের ডালপালা থাকবে মহাকাশে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

এলন মাস্ক চাঁদে অভিযান তুরস্ক রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্পেসএক্স

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর