Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎস অনুসন্ধান: ‘ল্যাবরেটরি থেকে করোনা ছড়ায়নি’

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২১

করোনার উৎস অনুসন্ধানে চীনের উহানে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেল করোনাভাইরাস ল্যাবরেটরি থেকে ছড়ায়নি এ ব্যাপারে তারা নিশ্চিত। খবর বিবিসি।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে চীন এবং ডব্লিউএইচও যৌথ বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এম্বারেক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার প্রকৃত উৎস খুঁজে পাওয়ার জন্য আরও অনুসন্ধান কার্যক্রম চালানো প্রয়োজন।

তিনি আরও বলেন, করোনার উৎস অনুসন্ধানে গিয়ে তারা নতুন অনেক তথ্য পেয়েছেন। কিন্তু, তা দিয়ে করোনা সংক্রমণের চিত্র বদলে ফেলার কোনো সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, কোনো প্রাকৃতিক উৎস (বাদুড়) থেকেই করোনা ভাইরাস প্রথম ছড়ানো শুরু করে। তবে, তা হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই যে প্রথম করোনা সংক্রমণ শুরু হয়েছিল সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে চীনের স্বাস্থ্য কমিশনের প্রতিনিধি লিয়াং ওয়ান্নিয়ান বলেন, সম্ভবত উহানের আগেই চীনের অন্য কোনো অঞ্চল থেকে করোনাভাইরাস ছড়ানো শুরু হয়েছিল।

সারাবাংলা/একেএম

উৎস অনুসন্ধান কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ল্যাবরেটরি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর