Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৫

নরসিংদী: পলাশ উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে এক যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝেরচরে এই দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বেগম গাজীপুর জেলার সাওরহিদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ উপজেলা সদর থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী জেলা সদরে যাচ্ছিল। মাঝেরচর এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেগম নামে একজনকে মৃত ঘোষণা করেন। চালকসহ আহত আরও ৩ যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মীম নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা /এসএসএ

নরসিংদী নিহত পলাশ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর