Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৭

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: রৌমারী উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের চাপায় হাসান আলী (৮৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দী-বোয়ালমারী সড়কে নিহতের নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাসান আলী উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বাড়ির পাশে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ হাসান আলী। এসময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর বৃদ্ধ হাসান আলীকে জোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

কুড়িগ্রাম ট্রাক্টরচাপা নিহত বৃদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর