Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ দখল উচ্ছেদে ফের অভিযান শুরু করবে পানিসম্পদ মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৫

ঢাকা: সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে ছোট নদ-নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখলদার উচ্ছেদে ফের উদ্যোগ নিতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়। উচ্ছেদ শেষে উদ্ধার করা জায়গায় এলাকা ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ করা হবে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দেশের ৬৪ জেলা প্রশাসন ও সকল বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত দিক নির্দেশনা দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘তালিকা করে একাধিক পর্যায়ে ইতোমধ্যে আমরা ২৩ হাজার ৮০২টি স্থাপনা উচ্ছেদ করেছি। আমাদের উদ্ধারকৃত জমির পরিমান ১ হাজার ২৭ একর। কিন্তু মহামারি করোনায় উচ্ছেদ কার্যক্রম ধীরগতি পায়। দ্রুত সময়ের মধ্যেই আমরা আবার তা শুরু করতে যাচ্ছি।’

প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার ৯৫টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে উচ্ছেদ অভিযানে ৫২.৭৮ শতাংশ অগ্রগতি লাভ করে পানিসম্পদ মন্ত্রণালয়। পুনরায় অবশিষ্ট ২১ হাজার ২৯৩ টি স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়। উচ্ছেদকৃত জায়গায় এলাকা ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ করা হবে।

ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী এবং ‘৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন’ এর প্রকল্প পরিচালক মো. আসাফুদ্দৌলা।

সারাবাংলা/জেআর/এমও

উচ্ছেদ অভিযান নদ-নদী পানিসম্পদ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর