Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাগ্নিকে ধর্ষণচেষ্টার অভিযোগে আপন মামা গ্রেফতার


৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৯

হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে তিন বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণচেষ্টার অভিযোগে আপন মামা লাল মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশের ক্ষেতে খেলছিল। এসময় শিশুটিকে একা পেয়ে মামা লাল মিয়া ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে রাতে মেয়েটির চাচা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মামাকে আটক করে।

ওসি আজিম উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে এনে থানায় শিশুটির চাচা মামলা দায়ের করেছে। রাতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মামা লাল মিয়াকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মামা ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শাহ নেওয়াজ জানান, রোববার রাত ৮টায় ভিকটিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়েছি।

গ্রেফতার ধর্ষণ ভাগ্নি মামা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর