Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা পরিষদের নতুন সভাপতি ফওজিয়া মোসলেম

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৮

ঢাকা: বাংলাদেশ মহিলা পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নারী নেত্রী ডা. ফওজিয়া মোসলেম। রোববার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু এ তথ্য নিশ্চিত করেছেন।

মালেকা বানু বলেন, ‘গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) মহিলা পরিষদের এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে ডা. ফওজিয়া মোসলেমকে সভাপতি মনোনীত করা হয়।’

ডা. ফওজিয়া মোসলেম মহিলা পরিষদের অন্যতম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পরিষদের প্রতিষ্ঠাকালীন সংগঠকদের একজন। তিনি ষাটের দশকে প্রগতিশীল ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনসহ দেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিলো।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি আয়শা খানমের মৃত্যুর পর মহিলা পরিষদের সভাপতির পদটি শূন্য হয়।

সারাবাংলা/জেআর/এমও

ডা. ফওজিয়া মোসলেম মহিলা পরিষদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর