Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের কালীগঞ্জে ভ্যাকসিন নিলেন মেহের আফরোজ চুমকি

লোকাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৬

টঙ্গী: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘সংসদ সদস্যদের জন্য করোনার ভ্যাকসিনের আলাদা ব্যবস্থা থাকা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন নিলাম। যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো সংশয় না থাকে।’

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন গ্রহণ করেন মেহের আফরোজ চুমকি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে একটা শ্রেণি আছে যারা শুধু অপপ্রচার চালায়। তারা যেন অপপ্রচার চালাতে না পারে, সেজন্য স্থানীয়ভাবে নিজেই করোনার প্রথম টিকা নিলাম। সবাইকে এই করোনার টিকা নিয়ে নিজে এবং পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার আহ্বান জানান এই সংসদ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া ও আরএমও সঞ্জয় দত্ত প্রমুখ।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস ভ্যাকসিন মেহের আফরোজ চুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর