Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রথম ভ্যাকসিন নিলেন মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ড্টে
৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৬

খুলনা: জেলায় প্রথম করোনার ভ্যাকসিন নিলেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) কেন্দ্রে নিজেই ভ্যাকসিন নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

নগরীর ১৩টি এবং জেলার প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ৪০টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এদিন সারাদেশে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটি এম মঞ্জুর মোর্শেদ, খুমেক অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, শহীদ শেখ আবু নাসের বিশেয়ায়িত হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার ও খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ উপস্থিত ছিলেন।

আজ সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে, গতকাল শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার জন্য সারাদেশে তিন লাখ ২৮ হাজার ১৩ জন নিবন্ধন করেন।

সারাবাংলা/এনএস

করোনার ভ্যাকসিন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর