Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পল্লীবন্ধু’ পদক দেবে জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:২০

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ‘পল্লীবন্ধু’ পদক দেওয়ার উদ্যোগ নিয়েছে জাপা। সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি, সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন— এই ৮টি বিভাগে পল্লীবন্ধু পদক-২০২১ দেওয়া হবে।

এ উপলক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে পল্লীবন্ধু পদক-২০২১ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন— প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া ও লিয়াকত হোসেন খোকা এমপি।

কমিটির বাকি সদস্যরা হলেন— জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল খান।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

জাপা টপ নিউজ পদক পল্লীবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর