Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু: ভবন মালিককে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৪

ঢাকা: সাভারের আশুলিয়ায় পুরাতন ভবনের দেয়াল ধসে পথচারী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় ভবনের মালিক হাজী মো. আলী হোসেনকে জামিন না দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দায়রা জজ আদালতে আলী হোসেনকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আজ আসামির পক্ষে শুনানি করেন মোতাহার হোসেন সাজু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম বলেন, আজ আদালত এই মামলায় আসামির জামিন আবেদন দেখতে পেয়ে বিরক্তি প্রকাশ করেছেন। আদালত আসামির আগাম জামিন নামঞ্জুর করেছেন। একইসঙ্গে তাকে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, গত ১২ জানুয়ারি আশুলিয়ায় দেয়াল ধসে হ্যাপী আক্তার মিনা (১৩) নামে এক পথচারী কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন। আশুলিয়ার জিরানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনা কুষ্টিয়া জেলার পূর্ব রাতুলপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। আহতরা হলেন নিহত মিনার মা রেখা আক্তার (৪০), ঠাকুরগাঁওয়ের আলম (৩৫) ও আশুলিয়ার টেঙ্গুরি এলাকার সাজ্জাদ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ জানুয়ারি দুপুরে বাড়ি নির্মাণের জন্য পুরান ভবনের দেয়াল ভাঙার কাজ করছিলেন কয়েক রাজমিস্ত্রি। এ সময় অসাবধানতাবশত বাড়ির দেয়াল ভেঙে পথচারীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মিনা মারা যায়।

বিজ্ঞাপন

আশুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ওইদিন দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। পরে মিনার মরদেহ এবং আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

আত্মসমর্পণ দেয়াল ধসে নির্দেশ স্কুলছাত্রীর মৃত্যু হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর