Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২১ ১২:১৫

নাটোর: জেলার হয়বতপুর বাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে রাস্তার দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আমির হোসেন দর্জি দোকানি ও ষোলঘর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দর্জি দোকানি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নাটোর-ঢাকা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। তবে দ্রুত ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ।

পরে স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন এই মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পরে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

সারাবাংলা/এমও

নাটোর মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর