Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষাক্ত মদপানে মৃত্যু: অবৈধ কারখানায় অভিযান শুরু করেছে ডিএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪২ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় বিষাক্ত মদপানে কয়েকজনের মৃত্যুর ঘটনায় অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীর টেক মুক্তি পল্লী এলাকায় এই অভিযান শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিষাক্ত মদপান করে মানুষের জীবননাশের ঘটনা ঘটছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সেই মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান করছে গোয়েন্দা গুলশান বিভাগ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১০৮৮ খিলবাড়ীর টেক মুক্তি পল্লী, ইউনিয়ন পরিষদ রোড ভাটারা এলাকায় (বেস্ট ফিউচার স্কুলের নিকটে) অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইউজে/টিআর
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো