Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে চুরি যাওয়া ৭টি গরু উদ্ধার, চার চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ২০:৪৬

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে চোর সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে পুলিশ। অভিযানকালে ৭টি চুরি যাওয়া গরুও উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার (৩০ জানুয়ারি) বিকাল পর্যন্ত পুলিশের অভিযান চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে পিকআপ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় চোরেরা গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী পিকআপ গাড়িটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বিজ্ঞাপন

পরে পুলিশ ওই গাড়ির সূত্র ধরে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার আলখালাপাড় এলাকায় অভিযান চালিয়ে সানু মিয়ার বাড়ি থেকে ৭টি গরু উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সানু মিয়াসহ অপর তিন জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটক ৪ জনের নাম বলা যাচ্ছে না। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এমও

গরু চুরি চোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর