Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাকিমপুর পৌরসভায় ভোটগ্রহণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ০৯:৪৩

হিলি: তৃতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে হাকিমপুর পৌরসভা নির্বাচন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে একযোগে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

হাকিমপুর পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র এবং ৪৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি কেন্দ্রে মোট ভোটার ২১ হাজার ৬৩১ জন।

রিটার্নিং অফিসার জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সারাবাংলা/এসএসএ

পৌরসভা ভোটগ্রহণ শুরু হাকিমপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর