Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাত্তর টিভির ভিডিও এডিটরকে চাপা দেওয়া বাসের হেলপার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ১৩:২৮

বরিশাল: রাজধানীর গুলশানের নদ্দা ফুটওভার ব্রিজের কাছে ভিক্টর ক্লাসিক পরিবহনের চাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধরের (৩৫) নিহতের ঘটনায় দায়ী বাসের হেলপার মো. মামুন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে তাকে ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতার মামুন হাওলাদার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মাধবপাশা গ্রামের মো. দেলোয়ার হাওলাদারের ছেলে।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় প্রগতি সরণির নদ্দা ফুটওভার ব্রিজের কাছে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস গোপাল সূত্রধরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ওই বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। আহত গোপালকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গুলশান থানা পুলিশ ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি জব্দ করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

সারাবাংলা/এসএসএ

একাত্তর টিভির ভিডিও এডিটর গ্রেফতার বাসচাপা হেলপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর