Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ১০:৪৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১০:৪৭

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় ইসমাইল হোসেন (৩৫) ও আবুল কালাম মোল্লা (২৬) নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেলাল (২৫) নামে আরেকজন। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার জামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ্‍ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ও আবুল কালাম একই এলাকার মুসলিম মোল্লার ছেলে। আহত বেলাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা। হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী।

ইনচার্জ মো. সালাহ্‍ উদ্দিন জানান, আনুমানিক ভোর ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ওই তিন ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অপরজন আহত হন। খবর পেয়ে ট্রাকটি আটক করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত দুজনের লাশ পুলিশি হেফাজতে রয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসএ

আহত নিহত মুন্সিগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর